আগরতলা : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালন করা হয়। এবছর নজরুলের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে হয় রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান। আগরতলা নজরুল কলাক্ষেত্রে হয় প্রভাতী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত সকলে নজরুলের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পরে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত নৃত্য পরিবেশন করেন ছোট ছোট শিল্পীরা। এছাড়াও সংগীত পরিবেশন করেছেন তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী।এদিকে এদিন অনুষ্ঠানে তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব বলেন, ব্রিটিশের বিরুদ্ধে কাজী নজরুল সোচ্চার হয়েছিলেন নিজের লেখনীর মাধ্যমে। কবির জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। সচিব বলেন,
নজরুলের জন্ম জয়ন্তীতে প্রভাতী অনুষ্ঠান
141
previous post