ত্রিপুরা আগরতলা: অর্থের অভাবে কোন সন্তান বিক্রি হয়নি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র অস্মিতা বণিক। এদিন বিকেলে সাংবাদিক সাম্মেলনে মুখপাত্র বলেন, সন্তান বিক্রির অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার সেই এলাকায় যান এম ডি সি ভূমিকানন্দ রিয়াং। ঘটনাস্থলে যান জেলা-মহকুমা প্রশাসন ও সমাজকল্যাণ দপ্তরের আধিকারিকরা। তিনি জানান, টাকার বিনিময়ে কোন সন্তান বিক্রি হয়নি। বিরোধীরা মিথ্যেচার করছে। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। মুখপাত্র বলেন,ঘটনা প্রকাশ্যে আসার পরে প্রশাসনের তরফে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে মা-র কাছে। প্রশাসনের তরফে মহিলাকে প্রাথমিক ভাবে রেশন সামগ্রী দেওয়া হয়েছে। উনাকে সামাজিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং মহিলার যে সন্তানরা লেখাপড়া করছে তাদের সরকারি একটি স্কিমের আওতায় আনা হবে। বিজেপি প্রবক্তা এদিন কংগ্রেস- টিইউ জে এস ও পূর্বতন বাম সরকারের সময়কার বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরে বিরোধীদের পাল্টা সমালোচনা করেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সহ-সভানেত্রী রিনা ঘোষ, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যরা।
গণ্ডাছড়ায় সন্তান বিক্রির অভিযোগ ভিত্তিহীন- বিজেপি
194
previous post