ত্রিপুরা আগরতলা : আগে বনমালীপুরের বিভিন্ন এলাকায় নিচু জায়গায় জল জমে যেত। শুধু তাই নয় কয়েক দিন ধরে জমে থাকতো বৃষ্টির জল। কিন্তু বিজেপি সরকার আসার পরে সদর্থক ভূমিকা নিয়ে সেই সমস্যার সুরাহা করা হচ্ছে। এখন আর আগের মতো বৃষ্টির জল বেশি সময় জমে থাকে না।বৃহস্পতিবার বনমালীপুরের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়ে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান এর পরেও কিছু সমস্যা রয়েছে। এই সমস্যা গুলি সমাধান করার জন্য পরিদর্শনে বের হয়েছেন এলাকাবাসী সঙ্গে কথা বলতে।তিনি বলেন, বিজেপি চায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে যত পরিষেবা দেওয়া যায়। সেটাই সংকল্প। কারণ ভারতীয় জনতা পার্টি ক্ষমতার জন্য রাজনীতি করে না। এই দলের মূল উদ্দেশ্য হল সমাজ, রাষ্ট্রের জন্য কাজ করা।এটা ভারতীয় জনতা পার্টির রুটিন মাফিক কাজ। মানুষের সমস্যা শুনে সমাধান করা। এদিন প্রদেশ বিজেপি সভাপতির সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি চন্দ্র শেখর সহ সহ স্থানীয় কার্যকর্তারা। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রকোপে বনমালীপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে।অনেক এলাকা জলমগ্ন হয়ে বাড়ি ঘরে জল ঢুকেছে। সেসব এলাকায় যান রাজীব বাবু।