ত্রিপুরা আগরতলা : প্রতি মাসেই সেবামূলক কাজ করে থাকে লায়ন্স ক্লাব অব আগরতলা ফেমিনার। মে মাসের পরে জুন মাসেও বৃক্ষ রোপণ কর্মসূচী গ্রহণ করে সংগঠন। বর্তমানে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এর প্রভাব পড়ছে জনজীবনে।এর জেরে বেড়ে চলেছে তীব্র গরম। তাই মানুষকে গরমের হাত থেকে কিছুটা রেহাই দিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচী লায়ন্স ক্লাব অব আগরতলা ফেমিনার। বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপনই একমাত্র উপায়। এজন্য সবার প্রতি বৃক্ষরোপনের আহ্বান রাখেন তারা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী তাদের। শনিবার রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠে বৃক্ষরোপণ করেন সংগঠনের সদস্যরা। কর্মসূচী ঘিরে তাদের মধ্যে ভালো সাড়া পড়ে।উপস্থিত ছিলেন সেক্রেটারি লায়ন পায়েল সাহা সহ অন্যরা।
লায়ন্স ক্লাব অব আগরতলা ফেমিনার বৃক্ষ রোপণ
239
previous post