125
ত্রিপুরা আগরতলা : চলতি বছরের জুলাই মাসে হবে অনূর্ধ্ব-১৭ জাতীয় জুনিয়র বালক- বালিকা বিভাগে ফুটবল আসর। এই আসরে অংশ নেবে ত্রিপুরা দল। জাতীয় আসরের জন্য দল বাছাইয়ের ট্রায়াল শুরু হয় শনিবার। এদিন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে রাজ্য স্তরের দুদিন ব্যাপী উন্মুক্ত ট্রায়াল শনিবার শুরু হয় উমাকান্ত স্টেডিয়ামে। এই নির্বাচনী শিবিরে ছেলেদের বিবাহগে ৯০ জন ও মেয়েদের বিভাগে ৩৫ জন অংশ নেন। ট্রায়াল থেকে ছেলেদের ৩০ জন এবং মেয়েদের ৩০ জনকে মনোনীত করে রাখা হবে। পরবর্তীতে তাদের থেকে ২২ জন করে টিম গঠন করে ১৫ দিনের প্রশিক্ষণ শিবির করা হবে।একথা জানান কোচ সুভনজিৎ সিনহা।