135
ত্রিপুরা আগরতলা : চুরি যাওয়া মোটর বাইক সহ পুলিসের জালে দুই চোর। এদের মধ্যে একজন কুখ্যাত চোর। তাদের পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়। রাজধানী আগরতলায় চুরি ছিনতাইয়ের ঘটনা আকছার ঘটছে। ক্রমাগত চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। রবিবার পশ্চিম আগরতলা থানার পুলিস গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় রাজধানীর জয়পুর এলাকায়। সেখান থেকে নম্বরবিহীন একটি মোটর বাইক উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় দুইজনকে। এদের মধ্যে একজন হল বাংলাদেশের বাসিন্দা অরিজিত হাসান। আর অপরজন হল আলমগীর হোসেন। থানার ওসি জানান, বাইকটি প্রায় মাস খানেক আগে চুরি হয়েছিল। ধৃত আলমগীর হোসেন এর আগেও কয়েকটি চুরির ঘটনায় অভিযুক্ত।