131
ত্রিপুরা আগরতলা : ফের প্রতারণা। গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ডাকঘরে নিয়োজিত এক গ্রাম সেবক। ধৃতের নাম বিশ্বজিত সরকার। জানা গেছে সোনামুড়া থানাধিন ধনপুর এলাকার বাসিন্দা বিশ্বজিত সরকার। পোস্ট অফিসের যোগেন্দ্রনগর শাখায় গ্রাম সেবক হিসেবে নিযুক্ত হয়। সে গ্রাহকদের একাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলে অর্থ নেয়। অভিযোগ গ্রাহকদের টাকা জমা দেয়নি। এই প্রতারণার ঘটনা নজরে আসতে তাঁর বিরুদ্ধে মহারাজগঞ্জ পুলিস ফাঁড়িতে মামলা হয় ২০২২ সালে। অভিযোগ মামলার পর থেকে অভিযুক্ত পলাতক। অবশেষে রবিবার সোনামুড়া থানার সহায়তায় পুলিস ধনপুর এলাকায় নিজ বাড়ি থেকে বিশ্বজিতকে গ্রেপ্তার করে।পরে আগরতলায় নিয়ে আসে পুলিস।