ত্রিপুরা আগরতলা : অশান্ত মণিপুরে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়াদের পাশে দাঁড়াল বিশ্ব মেইথেই কাউন্সিল ত্রিপুরা রাজ্য শাখা।অশান্ত মণিপুর। প্রায় এক বছর ধরে মণিপুরে জাতিগত হিংসার কারণে অশান্ত হয়ে আছে। এখনও বহু মানুষ বাড়ি ঘর ছাড়া। কোথাও আগুনে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। উপায়ন্তর না থাকায় এখনও বহু পরিবার বাড়ি ঘরে যেতে পারছে না। বাধ্য হয়ে শরণার্থী শিবিরে তাদের থাকতে হচ্ছে। অত্যাচারিত হতে হয়েছে মহিলাদের। অভিযোগ শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী কোন পদক্ষেপ নেই। এই অবস্থায় শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়াদের পাশে দাঁড়াল বিশ্ব মেইথেই কাউন্সিল ত্রিপুরা রাজ্য শাখা। তারা ত্রাণ সামগ্রী সংগ্রহ করে জাতি গত হিংসায় শিবিরে আশ্রয় নেওয়াদের জন্য খাদ্য , বস্ত্র সামগ্রী পাঠায়। সংগঠনের এক প্রতিনিধি দল সম্প্রতি এসব সামগ্রী নিয়ে মণিপুরে শিবিরে আশ্রয় নেওয়াদের মধ্যে বিলি করে। সংগঠনের ত্রিপুরা শাখার সম্পাদক মুতুম অমিত সিং সরকারের কাছে সংগঠনের তরফে আবেদন জানান অশান্ত মণিপুরে দ্রুত শান্তি প্রতিষ্ঠার।
মণিপুরে শান্তি প্রতিষ্ঠার আবেদন
103
previous post