ত্রিপুরা আগরতলা: বন্যা প্রতিরোধ মাসের অঙ্গ হিসেবে শুক্রবার সচেতনতামূলক কর্মশালা হয়। পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে হয় কর্মশালা। এদিন কর্মশালা শেষে বন্যা হলে কিভাবে দুর্গতদের রক্ষা করা হবে তা নিয়ে মহড়া হয় । রাজধানীর দুর্গা বাড়ি দীঘিতে হয় মহড়া।প্রতি বছর জুন মাসকে বন্যা প্রতিরোধ মাস হিসাবে পালন করা হয়। নেওয়া হয়েছে প্রশাসনের তরফে এবারো কর্মসূচী। শুক্রবার প্রথমে পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে হয় সচেতনতা মূলক আলোচনা। এতে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের সচিব সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। জেলা শাসক জানান এবছর জলে ডুবে বন্যায় আট জনের মৃত্যু হয়েছে। কিভাবে প্রাণহানী রোখা যায় সেসব বিষয়ে আলোচনা হয়। জোর দেওয়া হয়েছে এসব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার উপরে।
বন্যা হলে দুর্গতদের রক্ষা করা নিয়ে মহড়া
87