মুম্বাই : ২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর’। ভারতের তারা সিংহ ও পাকিস্তানের শাকিনার প্রেম কাহিনি জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। বক্স অফিসে ব্যবসার নিরিখেও খারপ ফল করেনি সানি দেওল ও অমিশা পটেল অভিনীত এই ছবি। তার প্রায় ২২ বছর পরে মুক্তি পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি। ‘গদর ২’ ছবিতে সানি ও অমিশাকে নিয়ে ফিরছেন পরিচালক অনিল শর্মাই। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রচার ঝলক। মুম্বইয়ে এক প্রেক্ষাগৃহে সেই অনুষ্ঠান চলাকালীনই মঞ্চে উঠে এক বেফাঁস মন্তব্য করে বসলেন সানি।
ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তারা সিংহের বেশেই হাজির হয়েছিলেন সানি। অন্য দিকে শাকিনার সাজে ছিলেন অমিশাও। ‘গদর’ ও ‘গদর ২’ ছবির অনেকটা জুড়ে ভারত ও প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সমীকরণ। ভারত-পাক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সানি বলেন, ‘‘দুই তরফেই ভালবাসা অফুরান। দুই দেশের মধ্যে যে অবিরত রাজনৈতিক খেলা চলে, সেই কারণেই এই ঘৃণার উদ্রেক।’’ সানি আরও বলেন, ‘‘এই ছবিতেও সেটাই দেখানো হয়েছে। দুই দেশের সাধারণ নাগরিকরাও কোনও রকমের লড়াই বা যুদ্ধ চান না।’’ সানির এই মন্তব্য ঘিরে সমাজমাধ্যমের পাতায় শুরু হয়েছে আলোচনা। নেটাগরিকদের একাংশ সানির এই মন্তব্যকে সংবেদনশীল বলে আখ্যা দিলেও, অনেকেই তাঁর সমালোচনাও করেছেন। অনেকের আবার মত, যাতে দুই দেশের দর্শকই ‘গদর ২’ ছবিটা দেখেন, সে কথা মাথায় রেখেই কৌশলী মন্তব্য করেছেন অভিনেতা।
ভারত-পাক সম্পর্কে শুধুই ঘৃণা? ‘গদর ২’-এর মঞ্চে ‘বেফাঁস’ রাজনৈতিক মন্তব্য সানি দেওলের
598