আগরতলা : প্রথমবারের মতো ত্রিপুরায় আসছেন দেশের খ্যাতনামা সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। ১৪ ডিসেম্বর তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে সংগীত পরিবেশন করবেন।শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের পর্যটনের বিকাশে বিভিন্ন কর্মসূচী নিচ্ছে পর্যটন দপ্তর। এবছর থেকে ত্রিপুরা পর্যটন দপ্তর শুরু করতে যাচ্ছে প্রোমো ফেস্ট। যা কিনা নভেম্বরের শেষ সপ্তাহ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে। শনিবার বিকেলে গীতাঞ্জলী গেস্ট হাউসের প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি। মন্ত্রী এদিন জানান, এবছর এর সূচনা হবে ৩ ডিসেম্বর। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই উৎসব হবে।ডম্বুরের নারিকেলকুঞ্জে এর উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে। মন্ত্রী জানান ৯,১১ ও ১২ ডিসেম্বরের পর ১৪ তারিখ স্বামী বিবেকানন্দ ময়দানে বড় ধরণের কর্মসূচী হবে। এতে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তি সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। পরিবেশন করবেন সংগীত।এই প্রথম ত্রিপুরায় আসছেন এই সংগীত শিল্পী। সেদিনই অনুষ্ঠানের সমাপ্তি হবে. ।এদিকে পর্যটনমন্ত্রী জানান আসামের কাজিরাঙ্গাতে ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট রয়েছে। পর্যটনমন্ত্রী জানান ২৫ নভেম্বর তিনদিনের এই অনুষ্ঠানে উনারা যোগ দেবেন।
প্রথমবারের মতো ত্রিপুরায় আসছেন দেশের খ্যাতনামা সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল
67