ত্রিপুরা আগরতলা : বাংলাদেশে চলমান পরিস্থিতিতে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে দেব-দেবীর মন্দিরে।অভিযোগ নির্যাতনের শিকার হচ্ছেন সেখানকার সংখ্যালঘু মহিলারা। এসবের প্রতিবাদ জানিয়ে রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে প্রতিবাদ মিছিল বের করার কথা ছিল বাঙালী ঐক্যবদ্ধ সমাজ নামে একটি সংগঠনের। কিন্তু তাদের অনুমতি দেয়নি প্রশাসন। তাই ধলাই জেলা থেকে যারা এসেছেন তাদের বাধারঘাট রেল স্টেশনে আটকে দেয় পুলিস প্রশাসন। সেখানে আগে থেকেই মোতায়েন ছিল পশ্চিম জেলার পুলিস সুপার কে কিরণ কুমারের নেতৃত্বে বিশাল পুলিস। প্রশাসনের তরফে অনুমতি না পাওয়ায় রেলস্টেশন চত্বরে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ কর্মসূচী পালন করেন বাঙালী ঐক্যবদ্ধ সমাজ। তারা এদিনের কর্মসূচী থেকে দাবি জানান বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা বন্ধের।এদিকে পশ্চিম জেলার পুলিস সুপার জানান, এই মুহূর্তে কাউকে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।গুজব ছড়ানোর অভিযোগে দুইজনকে আটকও করেছেন।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদ
131
previous post