আগরতলা : এবছর ২০ টি ইভেন্টে আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। বর্তমান পরিচালন কমিটির এটা দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৭ মার্চ রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল মাঠে হবে প্রতিযোগিতা গুলি। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জানান সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, কনভেনার অভিষেক দে, সদস্য সুপ্রভাত দেবনাথ। তারা জানান প্রতিযোগিতার উদ্বোধন করবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান। এছাড়া উপস্থিত থাকবেন প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক,স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান। মহিলাদের ইভেন্টে থাকবে হাড়ি ভাঙ্গা, টিপ পরানো, মিউজিক্যাল বল, পুরুষদের জন্য টার্গেট দ্যা বল, কিক দ্যা বল, মিউজিক্যাল বল সহ বিভিন্ন প্রতিযোগিতা। এতে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি ইভেন্টের প্রথম তিনজনকে পুরষ্কার দেওয়া হবে।
প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া আসরে থাকবে ২০ ইভেন্ট
93
previous post