আগরতলা : গণেশ চতুর্থী উপলক্ষে সামাজিক কর্মসূচী। শনিবার চতুর্থীতে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলি করা হয়। শনিবার রাজধানীর টাউন প্রতাপগড়ে পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যকর্তারা পূজা উপলক্ষে এই কর্মসূচী গ্রহণ করে। এদিন তারা সিদ্ধিদাতা গণেশ চতুর্থী উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। আগরতলা পুর নিগমের ৩১ নং ওয়ার্ডের কার্যকর্তারা সকলে মিলে গণেশ চতুর্থী উপলক্ষ্যে এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে।গণেশ পুজার বাজেট কমিয়ে সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসেবে বস্ত্র বিতরণের উদ্যোগ নেয়। অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ছাড়াও বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে সহ স্থানীয় কার্যকর্তারা। দুর্গা পূজার প্রাক মুহূর্তে বস্ত্র পেয়ে খুশি এলাকার দুঃস্থ মহিলারা।উদ্যোক্তাদের এ ধরণের কর্মসূচী প্রশংসার দাবি রাখে।
গণেশ চতুর্থীতে সামাজিক কর্মসূচী
157