আগরতলা : মা সব সময় মা- ই হয়। আবারও সেটা প্রমান করলেন অবলম্বন বৃদ্ধাশ্রমের মায়েরা। পরিবারের সদস্যরা যে মাকে ঘরের বোঝা বলে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে যায়,সেই মায়েরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অবলম্বন বৃদ্ধাশ্রম এর মায়েরা নিজেদের কাছে থাকা কাপড় সহ বিভিন্ন সামগ্রী বন্যা দুর্গতদের দান করে দিলেন। এগুলি তারা বিভিন্ন জনের কাছ থেকে পেয়েছিলেন।এদিন সরকারি প্রতিনিধিদের হাতে মায়েরা তাদের দেওয়া বস্ত্র গুলি তুলে দেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।বৃদ্ধা মায়েদের এই উদ্যোগকে সাধুবাদ জানান আগত অতিথিরা।ফের সমাজে এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরেন অবলম্বন বৃদ্ধাশ্রমের আবাসিক মায়েরা। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র বলেন, বৃদ্ধাশ্রমের মায়ের শাড়ি, ধুতি, বেড কভার সহ বিভিন্ন বস্ত্র ও খাদ্য সামগ্রী বন্যার্তদের জন্য দান করেন। তিনি বলেন, মায়েদের এটা মহান দান। বৃদ্ধাশ্রমের মায়েরা পাওয়া জিনিস বন্যার্তদের দিয়ে দিয়েছেন। এটা দৃষ্টান্ত। বন্যায় দক্ষিণ ত্রিপুরায় বেশি যারা ক্ষতিগ্রস্ত তাদের এই জিনিস গুলি দেওয়া হবে।
দৃষ্টান্ত স্থাপন করলেন বৃদ্ধাশ্রমের মায়েরা
523
previous post