175
আগরতলা : প্রতিবছরের মতো এবারো জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে আগরতলা শহরে বের হবে রেলি।শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান গাউছিয়া সমিতির কর্মকর্তারা। তারা জানান ১৬ সেপ্টেম্বর ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আয়োজন করা হবে। সেদিন ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি রেলি বের হবে।রেলিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনঃরায় ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদের সামনে গিয়ে শেষ হবে। সকলকে এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান আয়োজকরা।