আগরতলা : সরকারি ক্ষেত্রে চাকরি নিয়ে বেকারদের সঙ্গে প্রতারনা করা হচ্ছে বলে অভিযোগ প্রদেশ যুব কংগ্রেস, এন এস ইউ আই ও মহিলা কংগ্রেসের। মঙ্গলবার তিন সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয় রাজধানীর অফিস লেন কর্মনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরে।উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের প্রদেশ সভানেত্রী সহ ছাত্র- যুব সংগঠনের নেতৃত্ব। তাদের অভিযোগ অর্থের বিনিময়ে বহিঃরাজ্যের যুবকদের পি আর টি সি তৈরি করে দেওয়া হচ্ছে। প্রতারনা করা হচ্ছে ত্রিপুরার বেকারদের সঙ্গে। অর্থের বিনিময়ে পি আর টি সি তৈরির ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। তাদের এও অভিযোগ রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পি আর টি সি বাধ্যতামূলক করার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হলেও কিছু নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে পি আর টি সির উল্লেখ করা হয়নি। যুব নেতা বলেন, দায়িত্বশীল যুব সংগঠন হিসেবে রাজ্যের যুবদের বঞ্চনা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে এদিন তারা ডেপুটেশনের আগে কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল করে অফিস লেন যায়।
শহরে মিছিল করে কর্মবিনিয়োগ দপ্তরে ডেপুটেশন কংগ্রেসের ছাত্র-যুব-মহিলা সংগঠনের
167
previous post