আগরতলা : রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরে শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন এন এস ইউ আই-র এক প্রতিনিধি দল। শুক্রবার সংগঠনের তরফে আমির হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল দেখা করেন অধিকর্তা এন সি শর্মার সঙ্গে। তারা দাবি সনদ পেশ করেন। ছাত্র নেতা আমির হোসেন জানান, সম্প্রতি বন্যায় রাজ্যের মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। এই অবস্থায় বিদ্যাজ্যোতি স্কুল গুলিতে দ্বাদশ ও দশম শ্রেণীর পড়ুয়াদের কাছ থেকে ২৪০০ ও ১৮০০ টাকার মতো নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাই তারা এদিন দাবি জানান, পরীক্ষার নামে এই ফি নেওয়া বন্ধ করে এবছরের জন্য পড়ুয়াদের ছাড় দেওয়ার। ছাত্র নেতৃত্ব এদিন আরও বলেন, দুই- তিন বছর ধরে পড়ুয়াদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না। তাই দ্রুত স্টাইপেন্ড দেওয়ার দাবি জানান। পাশাপাশি এদিন তারা অভিযোগ করেন ডাবল ইঞ্জিনের শাসনে রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। স্কুল গুলিতে শিক্ষকের অভাব। শিক্ষকের দাবিতে ছেলে- মেয়েরা পথ অবরোধ করছে। কলেজ গুলিতে অধ্যাপকের সংকট।
স্কুল শিক্ষা অধিকর্তার কাছে বিভিন্ন দাবিতে স্মারকলিপি এন এস ইউ আই-র
202