আগরতলা : দাবি আদায়ে পথে নামলেন আশা ফেসিলিটেটরস ও আশাকর্মীরা।১০ দফা দাবি আদায়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এনএইচএম-র এমডি-র কাছে ডেপুটেশান দিল ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশাকর্মী এসোসিয়েশন। বুধবার ত্রিপুরা আশা ফেসিলিটেটরস ও আশাকর্মী এসোসিয়েশনের পক্ষ থেকে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে এক রেলি বের হয়। রেলি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডাইরেক্টর-এর অফিসের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল মিশন ডাইরেক্টর-র অফিসে গিয়ে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর। তিনি জানান রাজ্যের আশা ফেসিলিটেটরস ও আশাকর্মীরা দীর্ঘ দিন ধরে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সকল সমস্যার সমাধানের লক্ষ্যে এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেজাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে সংগঠনের তরফে। এখন দেখার কি পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী।
দাবি আদায়ে পথে নামলেন আশা ফেসিলিটেটরস ও আশাকর্মীরা
171
previous post