আগরতলা : নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালন করা হয়। সরকারি- বেসরকারি তরফে হয় অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করা হয়। রাজধানীর ড্রপগেটস্থিত পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির পাদদেশে দিনটি উদযাপন।অনুষ্ঠানে উপস্থিত সকলে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে ফুলের মালা পরিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পশ্চিম জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী জানান পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের কর্মধারা ও নীতি বর্তমান সমাজে অত্যন্ত প্রয়োজন। উনার নীতিকে অনুসরণ করে আগামিদিনে সকলকে এগিয়ে যেতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।
বিদ্যাসাগরের জন্মদিনে উপস্থিত ছিলেন জিলা সভাধিপতি
124