আগরতলা : শাসক দলের যুব ও মহিলা সংগঠনের কাজিয়ায় সরগরম প্রতাপগড় বিধানসভা এলাকা। থানায় অভিযোগ-পাল্টা অভিযোগ। ঘটনাটি ঘটে বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া এলাকায়।জানা গেছে আড়ালিয়া শিব মন্দির পারার বাসিন্দা বিনয় দেবনাথ ২৭ নম্বর যুব মোর্চার ওয়ার্ড সভাপতি। অপরদিকে ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি রাকেশ ঘোষ ও বিজেপি কার্যকর্তা সুজিত ঘোষ । অভিযোগ টাকা দেনা-পাওনা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। এই সুত্র ধরে শনিবার রাকেশ- সুজিত মিলে বিনয়কে মারধর করে বলে অভিযোগ। ঘটনা জানিয়ে সন্ধ্যারাতেই অভিযুক্তদের বিরুদ্ধে নামধাম জানিয়ে পূর্ব আগরতলা থান্য মামলা দায়ের করেন বিনয় দেবনাথ। আক্রান্ত যুবকের সঙ্গে থানায় আসেন প্রতাপগড় যুব সংগঠনের মণ্ডল সভাপতি মনিষ চক্রবর্তী সহ অন্যরা। তাদের অভিযোগ অভিযুক্তরা এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত।এদিকে এই ঘটনার রেশ ধরে রবিবার বিনয় ও মনিষের বিরুদ্ধে পূর্ব মহিলা থান্য পাল্টা মামলা করেন এলাকার এক মহিলা। অভিযোগ রাতের বেলা বাড়িতে ঢুকে মহিলাকে মারধর করেছে বলে অভিযোগ। এদিন মহিলা থানায় এলাকার শাসক দলের মহিলা সংগঠনের নেত্রিরাও আসেন আক্রান্ত মহিলার সঙ্গে সুবিচার চেয়ে।অভিযোগ- পাল্টা অভিযোগ সরগরম প্রতাপগড় বিধানসভার আড়ালিয়া এলাকা। দুই পক্ষই সুবিচার চেয়ে আইনের দ্বারস্থ। দেখার এখন পুলিস কি ব্যবস্থা নেয়?
শাসকদলের যুব ও মহিলা সংগঠনের কাজিয়া প্রতাপগড় বিধানসভা এলাকা
216