আগরতলা : প্রতিমা বিসর্জনের জন্য বড় আকারের ট্যাঙ্ক তৈরির প্রস্তাব বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মার। তিনি বলেন, মানুষ যতদিন থাকবে ততদিন দুর্গা পূজা হবে। সেই সঙ্গে হবে মূর্তি বিসর্জনও। তাই মূর্তি বিসর্জনের জন্য বড় ধরনের একটি ট্যাঙ্ক তৈরির প্রস্তাব দেন ।তিনি বলেন এটা করতে পারলে জল দূষণ কমানো সম্ভব হবে। প্লাস্টিকের ব্যবহার রুখতে জেলা শাসক ও আরক্ষা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।সামনেই উৎসব মরশুম। এই সময়ে বিভিন্নভাবে দুষিত হয় পরিবেশ। প্রতিমা নিরঞ্জনে দুষিত হয় হাওয়া নদীর জল।তাই পরিবেশকে দূষণ মুক্ত নির্মল রাখা নিয়ে আলোচনা। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে আসন্ন দুর্গা পূজার দিন গুলিতে পরিবেশকে দূষণ মুক্ত রাখার লক্ষ্যে এক আলোচনা সভা হয় বৃহস্পতিবার। রাজধানীর সুকান্ত একাডেমিতে হয় এই আলোচনা সভা। উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা।
পরিবেশ দূষণ রোধ নিয়ে সুকান্ত একাডেমীতে আলোচনা সভা
120
previous post