119
আগরতলা : পূজাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পূজা কমিটি গুলিকে নিয়ে হচ্ছে বৈঠক। যাতে শান্তিপূর্ণ ভাবে পূজার দিন গুলি অতিবাহিত হয়। পূর্ব আগরতলা থানা এলাকায় ইতিমধ্যে হয়েছে বৈঠক পূজা কমিটি গুলিকে নিয়ে। এর পরেও এই থানার অধীন বিভিন্ন পুলিস ফাঁড়ির তরফে পৃথক ভাবে ক্লাব গুলিকে নিয়ে সভা হচ্ছে। বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজার পুলিস ফাঁড়ির অধীন ২৫ টি ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন পূর্ব থানার ওসি। ওসি জানান, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে যাতে শান্তিপূরণ ভাবে পূজার দিনগুলি অতিবাহিত হয়। মানুষ যাতে আনন্দের সঙ্গে পূজা উপভোগ করতে পারেন। কোন ধরণের অসুবিধার সম্মুখীন না হতে হয়।