আগরতলা : জাতীয় সিনিয়র মহিলা ফুটবল চ্যাম্পিয়ন শিপে অংশ নিতে ত্রিপুরায় এসে পৌঁছে গেছে তিন রাজ্য।প্রথম বারের মতো ত্রিপুরায় হতে যাচ্ছে ২৯ তম রাজমাতা জিজাবাই জাতীয় সিনিয়র মহিলা চ্যাম্পিয়নশিপ ট্রফির ‘জি’ গ্রুপের ম্যাচ। খেলায় ত্রিপুরা মহিলা দল ছাড়াও গুজরাট, চন্ডীগড় ও সিকিম রাজ্যের দল অংশগ্রহণ করবে। ২০, ২২ ও ২৪ অক্টোবর উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ইতিমধ্যে বহিঃরাজ্যের তিনটি দল রাজ্যে এসে পৌঁছে গেছে। ত্রিপুরা সহ ৪টি দলের খেলোয়াড়রা শনিবার নির্দিষ্ট সময় অনুযায়ী উমাকান্ত ময়দানে অনুশীলন করছে। ম্যাচ কমিশনার সুদেষ্ণা মুখার্জী, ম্যাচ এসেসর জয়চন্দ্র সিং সহ ৮ জন জাতীয় ও আন্তর্জাতিক মানের রেফারী বিমানযোগে শুক্রবার রাজ্যে এসে পৌঁছে গেছেন। সকলেই উমাকান্ত মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। শনিবার সন্ধ্যায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশানের অফিস গৃহে সাংবাদিক সম্মেলন করে জানান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশানের পেট্রন রতন সাহা। সাংবাদিক সম্মেলনে এইদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশানের সভাপতি প্রনব সরকার সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা। রতন সাহা আরও জানান নভেম্বর মাসের ১৫, ১৭ ও ১৯ তারিখ ত্রিপুরায় হবে ৭৮ তম জাতীয় সন্তোষ ট্রফির ‘ডি’- গ্রুপের চ্যাম্পিয়নশিপের খেলা। এই প্রতিযোগিতায় ত্রিপুরা দল ছাড়াও মনিপুর, সিকিম ও মিজোরাম দল অংশগ্রহণ করবে।
জাতীয় সিনিয়র মহিলা ফুটবল চ্যাম্পিয়ন শিপে অংশ নিতে ত্রিপুরায় এসে পৌঁছে গেছে তিন রাজ্য
62