আগরতলা : গরু চুরি করতে গিয়ে ব্যর্থ চোরের দল। আগুনে পুড়লো গাড়ি। ঘটনা রবিবার রাতে জিরানিয়ার শচীন্দ্রনগর কলোনি বাজার এলাকায়। রবিবার রাত আনুমানিক দেড়টা নাগাদ চোরের দল এলাকার দুটি বাড়ি থেকে চারটি গরু চুরি করে। চোরেরা গোয়াল ঘর থেকে গরু গুলি চুরি করে নিয়ে যায়।গাড়িতে তোলার সময় এলাকার লোকজন টের পেয়ে যায়। এলাকায় শুরু হয় চিৎকার চেঁচামেচি। এলাকার এক ব্যক্তি জানান চোরেরা ওনার গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন সহ খোঁজাখুঁজি শুরু করলে একটি গাড়িতে চারটি গরু খুজে পান। চারটি গরুর মধ্যে উনার তিনটি গরুও রয়েছে। কিন্তু এলাকার লোকজন কাউকে খুঁজে পায় নি। পরে গরুর মালিকরা গরু নিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পরে। তারপর গভীর রাতে কে বা কারা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। সোমবার সকালে লোকজন ঘুম থেকে উঠে দেখতে পান গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর দেওয়া হয় জিরানিয়া থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাকে কেন্দ্র এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
গরু চুরি করতে এসে গাড়ি রেখে পালাল চোর
101