আগরতলা : বন্যায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরেরও অনেকটা ক্ষতি হয়েছে। বহু জায়গায় পশুর মৃত্যু হয়েছে। নষ্ট হয়েছে পশু খাদ্য। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। সোমবার দপ্তরের রাজ্য ভিত্তিক পর্যালোচনা সভায় একথা বললেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কিছু দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পাওয়া যাবে।প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক হয় সোমবার। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান কার্যালয়ে হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। পর্যালোচনা বৈঠকে দপ্তরের বিগত দিনের কাজের বিষয় নিয়ে পর্যালোচনা হয়। পাশাপাশি আগামীদিনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়। মন্ত্রী সুধাংশু দাস জানান সোমবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ২০২৪ সালের দ্বিতীয় রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক করা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এই বছর যে লক্ষ্যমাত্রা ছিল, তা কতটা সফল হয়েছে, সেই বিষয়ে এদিন আলোচনা করা হয়। দপ্তরের যে সকল প্রকল্প গুলি সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্য ভিত্তিক পর্যালোচনা সভা
40
previous post