আগরতলা : বাম যুব সংগঠনদ্বয়ের উদ্যোগে রাজ্যভিত্তিক গণকনভেনশন।সোমবার হয় এই কনভেনশন।নেশার বিরুদ্ধে, কর্মসংস্থান, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজ্যব্যাপী গণআন্দোলন গড়ে তোলার আহ্বানে এই কনভেনশন। সোমবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় একদিনের কনভেনশন।ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে রাজ্যভিত্তিক গণকনভেনশন হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুবক- যুবতীরা অংশ নেয় এতে। উপস্থিত ছিলেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রজিৎ পাল, ডি ওয়াই এফ আই-র সভাপতি পলাশ ভৌমিক, ডি ওয়াই এফ-র রাজ্য সম্পাদক নবারুণ দেব, যুব নেতা কুমুদ দেববর্মা, ছাত্র নেতা সন্দীপন দেব, সুলেমান আলি, সুজিত ত্রিপুরা সহ অন্যরা। এছাড়াও ছিলেন সমাজের বিভিন্ন অংশের মানুষ। আলোচনা করতে গিয়ে যুব নেতা নবারুণ দেব বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনা করেন। বিভিন্ন মন্তব্য করেন, রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। এই জঙ্গলের রাজত্বের অবসান করতে হবে। অভিযোগ রাজ্যে যুবতী- মহিলারা প্রতিদিন বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছেন। তিনি অভিযোগ করেন এসব ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে পুলিস কোন ভূমিকা নিতে সাহস পাচ্ছেন না। প্রচুর যুবক- যুবতী এতে অংশ নেয়। গ্রহণ করা হয় আগামী দিনের আন্দোলন কর্মসূচী।
বাম যুব সংগঠনদ্বয়ের উদ্যোগে রাজ্যভিত্তিক গণকনভেনশন
35
previous post