38
আগরতলা : আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠিত হল রাজধানীর কর্নেল চৌমুহনী যুব সংস্থার। ১০ নভেম্বর নতুন কমিটি গঠিত হয়।এতে রয়েছেন ৮ জনের উপদেষ্টা কমিটি।২০ সদস্যক এই নতুন কমিটি আগামী তিন বছর ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবে। রবিবার ক্লাবে ঘরে সাংবাদিক সম্মেলন করে একথা জানান নতুন কমিটির সভাপতি ডঃ পল্লব কান্তি ঘোষাল। সাথে ছিলেন ক্লাব সম্পাদক অসিত বরণ সাহা সহ অন্যান্যরা। এদিনের সাংবাদিক সম্মেলনে ক্লাবের আগামীদিনের কর্মসূচি তুলে ধরা হয়। সহসাই ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলেও জানান নব গঠিত কমিটির কর্মকর্তারা।