58
আগরতলা : দাবি আদায়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন। ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। শনিবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অভয়নগরস্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে। অঙ্গনওয়াড়ি কর্মী তৃপ্তি দাস জানান তাদের কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি , অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকাদের তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর কর্মী হিসাবে স্বীকৃতি , অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি সহ মোট ৪ দফা দাবি আদায়ে এদিনের স্মারকলিপি।এদিন দপ্তরের অধিকর্তার নিকট এক প্রতিনিধি দল দাবি সনদ তুলে দেন।