আগরতলা : এডিসির সদর দপ্তর খুমুলুঙে সভা করলো বিজেপির জোট সঙ্গী আইপিএফটি। বুধবার খুমুলুঙের ডুকমালি বাজারে মিছিল ও সভা করে অস্তিত্বের জানান দিল আইপিএফটি। এদিন প্রথমে ডুকমালি বাজারে মিছিল করে দলের কর্মী- সমর্থকরা। মিছিল শেষে সেখানে হয় সভা।এদিনের সভাতে উপস্থিত ছিলেন আইপিএফটি-র সভাপতি প্রেমকুমার রিয়াং, আইপিএফটি-র সাধারণ সম্পাদক স্বপন কুমার দেববর্মা, মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া সহ আইপিএফটি-র বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব। এদিন প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা দলের সভাপতি এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে সভা শুরু হয়। মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া জানান প্রয়াত এনসি দেববর্মার নেতৃত্বে ২০০৯ সাল থেকে পথ চলা শুরু হয় আইপিএফটির। পৃথক রাজ্যের দাবিতে আইপিএফটি লাগাতর আন্দোলন চালিয়ে আসছে। আইপিএফটি দলকে সময়ে সময়ে দুর্বল করার চেষ্টা হয়েছে। তারপরও এদিন আইপিএফটি দল সর্বশক্তি নিয়ে সভার আয়োজন করেছে। এদিনের সভায় বিভিন্ন জায়গা থেকে আই পি এফ টির কর্মী- সমর্থকরা অংশ নেয়।
খুমুলুঙে সভা করে নিজেদের শক্তির জানান দিল আইপিএফটি
41
previous post