আগরতলা : আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমতলী দ্বাদশ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। মেগা এই আসর চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।প্রতিবছর বিজেপি সূর্যমনিনগর মণ্ডলের তরফে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।১ জানুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট। সোমবার আমতলী স্কুল মাঠে সাংবাদিক সম্মেলনে একথা জানান এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল। এবছর পঞ্চম বর্ষে পা দেবে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আমতলী স্কুল মাঠে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে এবারও অংশগ্রহন করবে প্রায় ৬৪ টি দল। বিধায়ক জানান এন্ট্রি ফি ৪ হাজার টাকা।এন্ট্রি ফির শেষ তারিখ ২৮ ডিসেম্বর। পুরষ্কার হিসেবে থাকবে গাড়ি,বাইক,ট্রফি ও প্রাইজমানি । বিগত বছরের মতো এবারো ব্যাপক সাড়া পড়বে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে এমনই আশা আয়োজকদের। প্রতি বছর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ক্রিকেট টিম এতে অংশ নেয়।
আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমতলী দ্বাদশ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট
51
previous post