আগরতলা : নববধূ বরণে সামাজিক কর্মসূচী এক পরিবারের। বুধবার হয় রক্তদান শিবির। জন্মদিন, মৃত্যুবার্ষিকী কিংবা বিবাহ বার্ষিকীতে রক্তদান শিবির রাজ্যে নতুন কিছু নয়। কিন্তু এবার নববধূ বরণেও রক্তদানের মতো সামাজিক কর্মসূচী হাতে নিল প্রাক্তন বাম কাউন্সিলারের পরিবার। বুধবার আগরতলা পশ্চিম প্রতাপগড়ের বাসিন্দা প্রাক্তন পুর কাউন্সিলার জহর লাল দাসের পুত্র বধূর বরণ উপলক্ষে হয় বাড়িতে রক্তদান শিবির। শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক রামু দাস, সুদীপ সরকার, প্রাক্তন বিধায়ক সুধন দাস,গণ-আন্দোলনের নেতৃত্ব নারায়ণ দেব, আগরতলা পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, নারী নেত্রী স্বপ্না দত্ত সহ অন্যরা। শিবিরে আলোচনা করতে গিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, এটা মহৎ উদ্যোগ। ত্রিপুরা ছোট রাজ্য। এর পরেও মানুষ রক্তের অভাবে মানুষ মারা যায়। রাজ্যে এক সময় রক্তদান সামাজিক আন্দোলনের রূপ নিয়েছিল।প্রায় প্রতি মাসে ছাত্র- যুব- নারী সহ বিভিন্ন পেশার মানুষ রক্তদান শিবির করতো। এতে রক্তের চাহিদা পূরণ হতো। কিন্তু বেশ কয়েক বছর ধরে পরিস্থিতির কারণে মানুষ রক্ত দান করতে ভয় পায়। পাশাপাশি রক্তদানের উৎসাহ তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট অভাব রয়েছে। শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
পশ্চিম প্রতাপগড়ে নববধূ বরণে রক্তদান শিবির
55
previous post