আগরতলা : অবশেষে সমস্যার সমাধান। বৃহস্পতিবার থেকে ব্যবসায়ীরা দোকান খুলে বসবেন। আগরতলা রেল স্টেশনের ১ নং প্লেট ফর্মে দীর্ঘদিন ধরে রেল কম আসার কারনে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ১ নং প্লেট ফর্মের ব্যবসায়ীদের। তাই বাধ্য হয়ে ১ নং প্লেটফর্মের ব্যবসায়ীরা মঙ্গলবার তাদের দোকান বন্ধ করে দোকানের চাবি স্টেশন মাস্টারের নিকট জমা দিয়ে দেয়। ১ নং প্লেটফর্মে মোট ১০ টি দোকান রয়েছে। এই দোকানের মালিকরা জানান তাদের প্রতিদিন কর্মচারীর বেতন ও দোকান ভাড়া সহ ২ হাজার টাকা খরচ হয়। কিন্তু প্লেটফর্মে রেল কম আসার কারনে তারা আর্থিক ভাবে ক্ষতির সন্মুখিন। বাধ্য হয়ে মঙ্গলবার তারা স্টেশন মাস্টারের নিকট দোকান বন্ধ করে দোকানের চাবি জমা দিয়ে দেন। বুধবার স্টেশন মাস্টার তাদের সাথে বৈঠক করেন। এবং বৈঠক থেকে সমাধান সুত্র বের হয়। তাই তারা পুনরায় এদিন দোকানের চাবি বুঝে নিয়েছেন।খুশি ব্যবসায়ীরা।
আগরতলা রেলস্টেশনের ১ নং প্লেট ফর্মে থাকা ব্যবসায়ীদের সমস্যার সুরাহা
104
previous post