আগরতলা : নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হল রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজে।সোমবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের নবীন বরন অনুষ্ঠান হয় রবীন্দ্র ভবনের ১ নং হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। নবীন বরণকে কেন্দ্র করে কলেজের পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। এদিনের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন পুথিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি এই সমাজ পরিবেশ ও রাষ্ট্রকে রক্ষা করতে হবে। লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। লক্ষ্য ভ্রষ্ট হলে আগামির রাস্তা কঠিন হয়ে যাবে। ঋষি মনিষীদের পথ অনুসরণ করলে লক্ষ্য স্থির করা যাবে। প্রতিবছর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনদের বরণ করা হয়ে থাকে।
বি বি এম কলেজের নবীন বরণে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য
27