আগরতলা : সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে সাড়া জাগানো রক্তদান শিবির।মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমান কৃএিম গো-প্রজনন কর্মী এসোসিয়েশনের উদ্যোগে হয় রক্তদান শিবির। রাজধানীর বটতলা এলাকায় আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা। এদিন শিবিরে বহু রক্তদাতা উৎসাহের সাথে রক্তদান করে। রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন মানব সেবার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রক্তদান। রক্তদান মানে জীবন দান। ত্রিপুরা রাজ্যে স্বেচ্ছায় রক্তদান করে মানুষ। অন্যান্য রাজ্যে এমনটা হয় না। ত্রিপুরা রাজ্যে যারা রক্তদান করে তাদের রক্ত কার শরীরে যাবে তা রক্তদাতা জানে না। তার জন্য রক্তদানকে মহৎ দান বলা হয়ে থাকে। শিবিরকে ঘিরে বেশ সাড়া পড়ে।
সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে সাড়া জাগানো রক্তদান শিবির
43
previous post