আগরতলা : ১১ দফা দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। তাদের দাবির মধ্যে রয়েছে ভূমিহীন গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেওয়া এবং গৃহ নির্মাণের জন্য সরকারি টাকার পরিমাণ ৫ লাখ টাকা করা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার।তাই আগামীদিনের আন্দোলনের রূপরেখা তৈরি করতে রাজ্যভিত্তিক কনভেনশন করবে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। জানুয়ারি মাসের দুই তারিখ হবে কনভেনশন আগরতলা টাঊন হলে। মঙ্গলবার সংগঠনের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানালেন সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা বিপদবন্ধু ঋষিদাস সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে সুধন দাস জানান আম্বেদকর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ সহ ১১ দফা দাবি নিয়ে কনভেনশনে আলোচনা হবে। সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস তাদের দাবি গুলি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে ভূমিহীন গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেওয়া এবং গৃহ নির্মাণের জন্য সরকারি টাকার পরিমাণ ৫ লাখ টাকা করা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এসে জিনিস পত্রের দাম কমাবে। কিন্তু বাস্তবে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে। সাধারন মানুষের আয় কমে গেছে। অথচ বাড়ছে জিনিস পত্রের দাম। সুধন দাস জানান, কনভেনশনের পর আম্বেদকর ইস্যুতে অমিত শাহের পদত্যাগ সহ ১১ দফা দাবিতে রাজ্যজুড়ে ঝড়ো আন্দোলনে নামবে সংগঠন। তিনি জানান কনভেনশনে উপস্থিত থাকবেন দলিত শোষণ মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক ডাঃ রামচন্দ্র ডোম, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
আম্বেদকর নিয়ে অমিত শাহ-র মন্তব্যের প্রতিবাদ জানাল তপশিলি জাতি সমন্বয় সমিতি
32
previous post