আগরতলা : বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ করার দাবি জানালেন রাজধানীর লেক চৌমুহনী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই দাবিতে আন্দোলনে নামলেন কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী। পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ড অফিসে গিয়ে তারা বিক্ষোভ দেখান।স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা পুর নিগমের বিভিন্ন বাজার গুলিকে উন্নত করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে লেইক চৌমুহনী বাজারও উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি পুর নিগমের মেয়র দীপক মজুমদার বাজারের ব্যবসায়ী কমিটির সাথে এই বিষয়ে বৈঠক করেন।বাজারের ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানান। তারপরই বুধবার থেকে লেইক চৌমুহনী বাজারে অবৈধভাবে নির্মাণ করা দোকান ঘর ভেঙ্গে ফেলার জন্য পুর নিগম থেকে মাইকিং করা শুরু হয়। পুর নিগম থেকে মাইকিং করার পর মাথায় হাত বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের। এক প্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা পুর নিগমের ১৯ নং ওয়ার্ডের কর্পোরেটরের দ্বারস্থ হয়। বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের বক্তব্য লেইক চৌমুহনী বাজারের বাধের পাড়ে দীর্ঘ বছর ধরে অস্থায়ী ঘর নির্মাণ করে তারা ব্যবসা করে আসছে। সেখানে ব্যবস্থা করে যে আয় হয় তা দিয়ে তাদের সংসার চলে। প্রায় ৫ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে যারা এই ভাবে ব্যবসা করে সংসার চালায়। কিন্তু বিকল্প কোন ব্যবস্থা না করে তাদের দোকান ভেঙ্গে দেওয়া হলে তারা রোজগার হীন হয়ে পড়বে। তখন তাদের পক্ষে সংসার চালানো দায় হয়ে দাঁড়াবে। তাই তাদের দাবি তাদেরকে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক, তারপর তারা তাদের অস্থায়ী দোকান ঘর ভেঙ্গে ফেলবে।এখন দেখার কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়?
লেক চৌমুহনী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘেরাও করলেন নিগমের ১৯ নম্বর ওয়ার্ড অফিস
51