আগরতলা : দাবি আদায়ে আন্দোলনে নামলো গভর্ণমেন্ট পেনশনার্স এসোসিয়েশন ত্রিপুরা। শুক্রবার সংগঠনের তরফে আগরতলা শহরে হয় দুই ঘণ্টার গণ অবস্থান। ২৩ দফা দাবিতে এদিন রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে গণঅবস্থান করেন পেনশনাররা। সংগঠনের নেতৃত্ব জানান, দাবি আদায়ে সরকারের গোচরে বিভিন্ন নেওয়া হলেও কোন সুরাহা হয়নি। তারা জানান মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তাদের আরও অভিযোগ দাবি গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হলেও এক বছরেরও সংগঠনকে সময় দেওয়া হয়নি। তাদের দাবির মধ্যে রয়েছে কেন্দ্রের সঙ্গে সঙ্গে রাজ্যেও অষ্টম বেতন কমিশন চালু, দ্রুত বকেয়া মহার্ঘ্যভাতা দেওয়া, নয়া পেনসন প্রকল্প বাতিল করার দাবি জানানো হয়েছে। এখন দেখার আগামী দিনে সরকার পেনশনারদের দাবি পূরণে কি ভূমিকা নেয়।
দাবি আদায়ে আন্দোলনে পেনশনাররা
36
previous post