আগরতলা : আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড এলাকা প্রায়শই পরিদর্শন করেন মেয়র। মানুষের সঙ্গে কথা বলে সমস্যা সম্পর্কে অবগত হন।শনিবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ১৬ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। এদিন তিনি রামনগর ৬ নং রাস্তা ও বাণী বিদ্যাপীঠ স্কুল এবং ৬ নং উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের জমি পরিদর্শন করেন। কারণ রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন থাকে গোটা এলাকা। এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা অভিযোগ করা হয়। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে পারে সেখানে। কারণ এলাকায় অসামাজিক কাজ সংঘটিত হয়। তাই এলাকা পরিদর্শন করে সেই জায়গায় আলোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন মেয়র। পাশাপাশি এলাকার কিছু ড্রেন সংস্কারের প্রয়োজন রয়েছে, সেগুলি সংস্কারের নির্দেশ দেন মেয়র। শুধু এই ওয়ার্ড নয়, প্রতিটি ওয়ার্ডের সমস্যা সমাধান করা হবে বলে জানান তিনি। তাঁর জন্য পুর নাগরিকদের কিছু সময় দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন, দীর্ঘ বছর ধরে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড এলাকায় বহু কাজ হয়নি। মেয়র জানান সমস্যাগুলি সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।