আগরতলা : দুই বছর অতিক্রান্ত। এখনও নিয়োগ করা হচ্ছে না এস টি জিটি চাকরি প্রত্যাশীদের। নিজের কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য এসে উল্টো গ্রেপ্তার হলেন বেকাররা। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার ব্যর্থ চেষ্টা ২০২২ সালের এস.টি.জি.টি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের। নিয়োগের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ২০২২ সালের এস.টি.জি.টি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা। মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরছে তারা। কিন্তু পাচ্ছে না কোন সঠিক উত্তর। তাই কিছুদিন পূর্বে তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ কারার জন্য মুখ্যমন্ত্রীর বাঁশ ভবনের সামনে যায়। কিন্তু তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়। তাই এইদিন তারা পুনঃরায় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এইদিনও তারা ব্যর্থ হয়। রাজধানীর লক্ষ্মী নারায়ন বাড়ির সামনে পুলিশ তাদের রাস্তা আটকে দেয়। এবং তাদেরক গ্রেপ্তার করে অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ২০২২ সালের এস.টি.জি.টি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বক্তব্য দীর্ঘ দিনে ধরে তাদের নিয়োগের বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। এই নিয়ে তারা অর্থ মন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে। কিছু দিন পর পর বলা হয় শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। চাকরি প্রত্যাশীদের দাবি তাদের সকলকে একসঙ্গে নিয়োগ করতে হবে।
এসটিজিটি উত্তীর্ণদের একসঙ্গে নিয়োগের দাবিতে ফের সরব চাকরি প্রত্যাশীরা
32