আগরতলা : চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে জিবি হাসপাতালে মারা গেল অগ্নিদগ্ধ যুবতী বধূ। সোমবার ময়না তদন্ত শেষে পরিজনদের হাতে বধূর মৃতদেহ তুলে দেওয়া হয়। প্রায় ৭ বছর আগে পানি সাগর এলাকার মৌমিতা দাসের সামাজিক ভাবে বিয়ে হয় কাঞ্চনপুর জয়শ্রী এলাকায় সুকান্ত দাসের সঙ্গে। তাদের সংসারে একটি মেয়েও রয়েছে। অভিযোগ পারিবারিক কোন বিষয় নিয়ে আকছার মদমত্ত অবস্থায় স্বামী নির্যাতন করতো বধূর উপরে। গত ডিসেম্বরে নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যায় বধূ। শেষে ছেলের বাড়ির লোকজন গিয়ে মীমাংসা করে বধূকে শ্বশুর বাড়িতে নিয়ে আসেন। এরই মধ্যে চলতি মাসের ১৬ তারিখ শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ হয় বধূ। কিভাবে ঘটনা তা জানা যায়নি। ঘটনার পর প্রথমে কাঞ্চনপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ধর্মনগর জেলা হাসপাতাল হয়ে জিবিতে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবার মৃত্যুর কোলে ধরে পড়েন যুবতী বধূ। মৃতার বয়স মাত্র ২৩ বছর। ঘটনায় পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত বধূর বোন জানান, মামলা করা করবেন তারা।
শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ বধূর মৃত্যু জিবিতে
155
previous post