আগরতলা : পুর নাগরিকদের জ্বলন্ত সমস্যা নিয়ে রাস্তায় নামলো সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। শুক্রবার দলের নেতা- কর্মীরা আশ্রম চৌমুহনী পুর নিগমের পূর্ব জোন্যালের সামনে বিক্ষোভ দেখায়। পরে এক প্রতিনিধি দল সহকারী কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেয়। কর্মসূচীতে ছিলেন সিপিএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী, পূর্ব আগরতলা অঞ্চল সম্পাদক সঞ্জয় দাস সহ অন্যরা। তারা দাবি জানান ড্রেন গুলি ভালো ভাবে পরিষ্কার করা ও পানীয় জলের সমস্যা দুরী করণের। কারণ জমে আছে আবর্জনা, অপরিচ্ছন্ন ড্রেন। বাড়ছে মশার উৎপাত। অতিষ্ঠ নগরজীবন।অভিযোগ ধারাবাহিক ভাবে ড্রেন গুলি পরিষ্কার না করার ফলে ভয়াবহ মশার উপদ্রব। সকাল থেকে রাত বাড়ি ঘরেও থাকা দ্বায় হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয় শিবনগর অনিক ক্লাব সংলগ্ন এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা। অভিযোগ পুরনো লাইনে আসছে নিয়মিত জল। পুর নিগমের ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড এলাকার লোকজন এসব সমস্যায় ভুগছেন। তাই সমস্যা গুলির সুরাহার দাবিতে আন্দোলনে নামলো সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।
পুর নিগমের পূর্ব জোন্যালে ডেপুটেশন সিপিএম পূর্ব আগরতলা অঞ্চলের
6
previous post