আগরতলা : রাজ্যের একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের পড়ুয়ারা ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে রাজ্যের নাম উজ্জল করবে। রাজ্যে বর্তমানে ৬ টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। আরও ৬ টি নির্মাণ কাজ চলছে। খেলাধূলা ও সংস্কৃতি চর্চা ছেলে-মেয়েদের মানসিক গঠনে সহায়ক ভূমিকা নেয়।একলব্য মডেল রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলাতেও এগিয়ে আসতে হবে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের রাজ্যভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করে একথা বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশন্যাল ইন্সটিটিউশন্যাল সোসাইটির তরফে হয় এই উৎসব। রাজধানীর সুপারিবাগান দশরথ দেব স্মৃতি হলে হয় অনুষ্ঠান। এতে ৬ টি স্কুলের পড়ুয়ারা সংগীত, নৃত্য, নাটক প্রতিযোগিতায় অংশ নেন। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা ছাড়াও, অধিকর্তা শুভাশিস দাস, টি আর পি ও পি টি জি দপ্তরের অধিকর্তা নগেন্দ্র দেববর্মা সহ অন্যরা।
একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের রাজ্যভিত্তিক কলা উৎসবের উদ্বোধন
259