199
আগরতলা : লালবাহাদুর ব্যায়ামাগারকে ৪-২ গোলে পরাজিত করলো ব্লাড মাউথ ক্লাব। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ সুপার ফোর-র শেষ ম্যাচে মুখোমুখি হয় ব্লাড মাউথ ও লালবাহাদুর।বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত মাঠে হয় এদিনের ম্যাচটি। ম্যাচে ব্লাড মাউথ ক্লাবের কাছে ধরাশায়ী হয়ে যায় লালবাহাদুর ব্যায়ামাগার। ম্যাচের প্রথম দিকে খারাপ খেললেও শেষ দিকে ভালো খেলে শেষ রক্ষা করতে পারেনি লাল বাহাদুর ব্যায়ামাগারের খেলোয়াড়রা। এদিন টানটান উত্তেজনার মধ্যদিয়ে খেলা শেষ হয়। একটা সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিও হয়। শেষ পর্যন্ত ম্যাচে ব্লাড মাউথ ক্লাব জয় পায়।