আগরতলা : আগরতলা- বাংলাদেশ- কলকাতার মধ্যে বর্তমান পরিস্থিতিতে সপ্তাহে দুদিন চলছে যাত্রী বাহী বাস।বদলের বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতির কিছুটা প্রভাব পড়েছে আগরতলা- বাংলাদেশ- কলকাতা বাস পরিষেবার ক্ষেত্রে। শ্যামলী পরিবহনের ম্যানেজার বিকাশ চক্রবর্তী জানান বাংলাদেশ সরকার ভিসা প্রদান বন্ধ রাখার ফলে বর্তমানে যাত্রী কিছুটা কম হচ্ছে। তাই আগে যেখানে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার আগরতলা থেকে কোলকাতার উদ্দেশ্যে বাস ছাড়তো, সেখানে বর্তমানে সপ্তাহে দুদিন বাস পরিষেবা প্রদান করা হয়। বর্তমানে মঙ্গল ও শনিবার বাস পরিষেবা প্রদান করা হয়। আগামি শনিবারও আগরতলা থেকে ৩১ সিটের একটি বাস কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হবে। এখনো পর্যন্ত ১৬ জন যাত্রী টিকিট কেটেছে। তবে তিনি আশা ব্যক্ত করেন শনিবারের আগে সকল সিট বুকিং হয়ে যাবে। তিনি আরও জানান পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশে শ্যামলী পরিবহনের একটি বাসের উপর হামলার ঘটনার পরে একদিন বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে আশা।
আগরতলা-বাংলাদেশ-কলকাতার মধ্যে বর্তমান পরিস্থিতিতে সপ্তাহে দুদিন চলছে যাত্রীবাহী বাস
58