10
আগরতলা : জনস্বার্থে তিন দফা দাবিতে পুর নিগমের ২১ নম্বর ওয়ার্ডে স্মারকলিপি সিপিএম-র। জনগণের দাবি নিয়ে ফের পথে নামলো সিপিএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটি। সোমবার দলের তরফে ডেপুটেশন দেওয়া হয়। সেখানে হয় সভাও। উপস্থিত ছিলেন সিপিএম মধ্য বনমালীপুর সম্পাদিকা লিপিকা দাস সহ অন্যরা। তারা এদিন জানান এই সময়ে মশার বাড়বাড়ন্ত, এতে অতিষ্ঠ জনজীবন। পুর নাগরিকদের মশার উৎপাত থেকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত ওষুধ স্প্রে করা, জগহরিমুড়া পুকুর পাড়ের চারিদিক পরিচ্ছন্ন রাখা, গলির রাস্তা গুলি সংস্কার, চিত্ত রঞ্জন এলাকার রাস্তা সংস্কার এবং ড্রেন গুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি জানানো হয় সিপিএম-র তরফে। মশার উৎপাত বন্ধে পুর নিগম কোন সদর্থক ভূমিকা নেয় কিনা দেখার।