আগরতলা : রাম নবমী উৎসবে সাইবাবা মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী। দিনেও পূজাও। পরে তিনি বলেন, আর্থিক- সুরক্ষার দিক দিয়ে প্রধানমন্ত্রী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর্থিক দিকে একাদশ তম স্থান থেকে চতুর্থ স্থানে চলে এসেছে ভারত। প্রধানমন্ত্রী সাধারণ ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে কোন আপোষ করেন না। সমাজের অন্তিম ব্যক্তির কথা চিন্তা করে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী। সেই মার্গ দর্শনে কাজ করে চলেছে ত্রিপুরা সরকার। রবিবার আমতলী থানা সংলগ্ন বৈষ্ণবটিলা সাইবাবা মন্দিরে শ্রী রাম নবমী উৎসবে অংশ নেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় সহ অন্যরা। পূজার্চনা শেষে আশীর্বাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যরা। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, এখন ত্রিপুরায় আগের মতো উ শৃঙ্খল বাতাবরণ নেই। মানুষও বর্তমান সরকারের উপরে বিশ্বাস রাখছেন। রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থান গুলিকে শক্তি শালী করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরার মানুষ ধর্মপ্রাণ।
সমাজের অন্তিম ব্যক্তির কথা চিন্তা করে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী—মুখ্যমন্ত্রী
14