আগরতলা : দেখতে দেখতে পেরিয়ে গেল ১৩৮ বছর। প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সাড়া দেশের সঙ্গে রাজ্যেও উদযাপন করা হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এবছর০ এর ব্যতিক্রম ঘটেনি। বৃহস্পতিবার কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে অনুষ্ঠান হয় প্রদেশ কার্যালয়ের সামনে। এদিন প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে বিধায়ক গোপাল চন্দ্র রায় ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এর পর দলের প্রতিষ্ঠাতা নেতৃত্বদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা। কংগ্রেস ভবনের সামনে থেকে তারা যান গান্ধীঘাট শহীদ বেদীতে। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন দলীয় নেতৃত্ব সহ কর্মীরা।প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন বলেন, দেশের মূল কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ তারা।
কংগ্রেসের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
159