আগরতলা : চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন জীবের জন্য ৫১৪ বছর আগে।সেই সন্ন্যাস গ্রহণের লীলার উপরে ভিত্তি করে চৈতন্য মহাপ্রভুর প্রতিকৃতি নিয়ে আগরতলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করার কর্মসূচী হাতে নিয়েছে ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের কর্মকর্তারা। মহামন্ডলের মহানির্দেশক সনাতন দাস গোস্বামী জানান প্রতি হিংসার দাবানল থেকে মুক্ত হয়ে বিশ্ব শান্তির বার্তায় চৈতন্য মহাপ্রভুর শিক্ষা দিয়ে সকলের প্রতি প্রেম স্থাপন করে ঐতিহাসিক মহা সমাবেশও করা হবে। ১০ ফেব্রুয়ারি আগরতলা পুরনো জেল খানা সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল মাঠে হবে সমাবেশ। তিনি আরও জানান ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলীর ২৫ বছর পূর্তিও একিস ঙ্গে পালন করা হবে। এতে রাজ্যবাসিকে শামিল হওয়ার আহ্বান জানান তারা। শোভা যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এঁকে অপরের হৃদয় মিলন তৈরি করে হৃদয়ে হৃদয়ে ঐক্য স্থাপন করে সেদিন রাজপথে হরিনাম সংকীর্তন করা হবে।
রাজধানীতে শোভাযাত্রা ও সমাবেশ করবে ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী
163
previous post