আগরতলা : রাজ্যে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা বৃদ্ধি ইস্যুতে নিজের উদ্বেগ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। দুর্ঘটনা মোকাবিলায় যানবাহন চালকদের আরো সতর্কতা অবলম্বনের বার্তা দিলেন তিনি। এসকল অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ট্রাফিক রুলস মেনে যানবাহন চালানোর জন্য যান চালকদের উদ্দেশ্যে আহ্বান রাখলেন তিনি।
মঙ্গলবার বিকেলে রাজধানী আগরতলার নাগেরজলা বাস স্ট্যান্ডে নবনির্মিত টার্মিনাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই সতর্কবার্তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি এই নবনির্মিত টার্মিনাল ভবনের নাম ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির নামে রাখার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক পরিকাঠামো নির্মাণ করে জনগণকে উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। আর সেই দিশায় রাজ্যে উন্নত পরিকাঠামো ও আধুনিক ভবন গড়ে তোলা হচ্ছে। পরিকাঠামোগত উন্নতিতে ত্রিপুরা এখন অনেকটাই এগিয়ে গেছে। এই সমস্ত কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে নাগরিকদের উন্নত পরিষেবা দেওয়ার সাথে সাথে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। নাগেরজলা বাসস্ট্যান্ড এক সময় ছিলো পতিত জলাশয় ও অব্যবহারযোগ্য স্থান। এই বাস স্ট্যান্ড মানেই একটা সময় আতঙ্কের পরিবেশ। আগের সরকার সবসময় শ্রমিক ও মালিকের মধ্যে একটা সমস্যা তৈরি করে রাখতো। আর মাঝখানে তদানীন্তন শাসক দলীয় নেতারা আঙুল ফুলে কলাগাছ হয়ে যেতো। বর্তমান সরকারের গঠনমূলক দৃষ্টিভঙ্গির কারণে এখন এসমস্ত জায়গা মানুষের কল্যাণের কাজে লাগানো হচ্ছে। নতুন এই টার্মিনাল ভবন উদ্বোধনের ফলে দূরপাল্লার যাত্রীরা উপকৃত হবেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সরকার কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে রাজ্য সরকার উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে। সমাজের অন্তিম ব্যক্তির কাছে জনকল্যাণমুখী প্রকল্প ও পরিষেবাগুলির সুযোগ পৌঁছে দিতে প্রতি ঘরে সুশাসন অভিযানের মতো কর্মসূচি চালু করা হয়েছে। রাজ্যের মানুষ এই সরকারের উপর আস্থাশীল। যা মানুষের প্রতিনিয়ত মতামত প্রকাশের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। এই টার্মিনাল এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপরও গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, মানুষ প্রধানমন্ত্রীকে বিশ্বাস করছেন। তিনি সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করার গ্যারান্টি দিচ্ছেন। রাজ্যের বর্তমান সরকারও সেই দিশায় মানুষের সার্বিক কল্যাণে কাজ করছে। ইতিমধ্যে ‘আমার সরকার’ নামে একটি ওয়েব পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। এই পোর্টালে মানুষ তাদের এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে জানাতে পারবেন। খুব দ্রুততার মধ্যে সেই সমস্যার সমাধান করা হবে। অনুষ্ঠানে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি দেশের জন্য কি করেছেন তা সকলেই জানেন। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করার জন্য তিনি লড়াই করে গেছেন। আর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করেছেন। তাই প্রধানমন্ত্রী হাতকে আরও শক্তিশালী করতে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের বিগত নির্বাচনের চাইতেও অধিক ভোটে জয়যুক্ত করতে হবে।
নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুরনিগমের কর্পোরেটর অভিজিৎ মল্লিক, টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী সহ অন্যান্য অতিথিগণ। উল্লেখ্য, এই নতুন টার্মিনাল ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৬ কোটি ৮৮ লক্ষ টাকা।